তাবিজের বিধান: - Chinese Muslims

最新帖子

Post Top Ad

2020年10月5日星期一

তাবিজের বিধান:


: 
তাবিজের বিধান:
সেই রূপ বিভিন্ন প্রকারের তাবিজ দ্বারা মহান আল্লাহর অংশীদার স্থাপন করা হয়।
সাধারণভাবে তাবিজ হয়ে থাকে: সংরক্ষিত বস্তু, সুতায় গিরা দেওয়া। এই সব জিনিস কুদৃষ্টি বা বদ নজর থেকে সংরক্ষিত হওয়ার জন্য গলায় লটকানো নিষিদ্ধ করা হয়েছে। যেহেতু এই কাজটি হলো মহান আল্লাহর অংশীদার স্থাপন করার অন্তর্ভুক্ত বিষয়। আল্লাহর বার্তাবহ রাসূল বিশ্বনাবী মুহাম্মাদ [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] হতে বর্ণনা করা হয়েছে, তিনি বলেছেন:
"إنَّ الرُّقَى، والتَّمائمَ، والتِّوَلةَ شِرْكٌ".
(سنن أبي داود، رقم الحديث 3883، وسنن ابن ماجه، رقم الحديث 3530، وصححه الألباني).
অর্থ: “নিশ্চয় প্রকৃত ইসলামের শিক্ষার বিপরীত নিয়মে ঝাড়ফুঁক করার মাধ্যমে মহান আল্লাহর অংশীদার স্থাপন করা হয়, তাবিজ ব্যবহার করা এবং ভালোবাসা সৃষ্টি করার জন্য যে কোনো বস্তু ব্যবহার করাও হলো মহান আল্লাহর অংশীদার স্থাপন করার অন্তর্ভুক্ত বিষয়”।
[সুনান আবু দাউদ, হাদীস নং 3883 এবং এবং সুনান ইবনু মাজাহ, হাদীস নং 3530, আল্লামা নাসেরুদ্দিন আল্ আলবাণী হাদীসটিকে সহীহ (সঠিক) বলেছেন]।
তাবিজ ব্যবহার করাই হলো মহান আল্লাহর অংশীদার স্থাপন করার নামান্তর, যদিও তা পবিত্র কুরআনের কিছু অংশের দ্বারা তৈরি করা হয়, এটাই হলো সঠিক মত। যেহেতু মানুষের হৃদয় তারই উপর ভরসা করতে লাগবে। তাই আল্লাহর বার্তাবহ রাসূল বিশ্বনাবী মুহাম্মাদ [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] বলেছেন:
"من تعلق بشيء وكل إليه".
(جامع الترمذي، رقم الحديث 2072، وصححه الألباني، ومسند أحمد، رقم الحديث 18781).
অর্থ: “যে ব্যক্তি মহান আল্লাহকে বাদ দিয়ে কোনো বস্তুর উপর ভরসা করবে, তাকে সেই বস্তুর উপর ছেড়ে দেওয়া হবে”।
[জামে তিরমিযী, হাদীস নং 2072, আল্লামা নাসেরুদ্দিন আল্ আলবাণী হাদীসটিকে সহীহ (সঠিক) বলেছেন। এবং মুসনাদ আহমাদ, হাদীস নং 18781 ]।
আর মানুষের অপরিহার্য কর্তব্য হলো এই যে, সে যেন প্রকৃত সৃষ্টিকর্তা সত্য উপাস্য মহান আল্লাহর উপর আস্থা ও ভরসা রাখে।

没有评论:

发表评论

Post Top Ad

聯繫我們

超過600,000+通過社交媒體關注我們的網站立即加入我們  

Ramadhan

博客統計

Sparkline 3258645

نموذج الاتصال

名称

电子邮件 *

消息 *

關於網站

author Chinese Muslims" 是中國穆斯林最高的博客,您將在其中獲得有關伊斯蘭新聞的所有信息。

學到更多 ←